ভারত পোলিওমুক্ত, ঘোষণা বিশ্ব স্বাস্থ্য সংস্থার
বৃহস্পতিবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার (হু) 'সার্টিফিকেশন কমিটি' সরকারি ভাবে এই শংসাপত্র তুলে দিল কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী গুলাম নবি আজাদের হাতে৷ 'হু' তাদের প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ভারত-সহ দক্ষিণ-পূর্ব এশিয়ার ১১টি দেশকে একসঙ্গে এদিন পোলিওমুক্ত ঘোষণা করা হয়েছে৷ এই ঘোষণার ফলে জনসংখ্যার নিরিখে সারা পৃথিবীর ৮০ শতাংশই পোলিও ভাইরাসের কবল থেকে মুক্ত বলে স্বীকৃতি পেয়ে গেল৷ শংসাপত্র হাতে নিয়ে গুলাম নবি বলেন, 'জনস্বাস্থ্যের ক্ষেত্রে এ যাবত্ এটাই সরকারের বৃহত্তম সাফল্য৷ এর কৃতিত্ব যেমন তৃণমূলস্তরের...
Posted Under : Health News
Viewed#: 26
See details.

